অনলাইন কনসাল্টেশনের জন্য রোগীদের দিকনির্দেশনা
1️⃣ অ্যাপয়েন্টমেন্ট বুকিং করার আগে:
•    আপনি যে সমস্যার জন্য চিকিৎসা নিতে চান, সেই অনুযায়ী সংশ্লিষ্ট বিশেষজ্ঞ চিকিৎসক নির্বাচন করুন।
•    আপনার নাম, মোবাইল নম্বর ও ইমেইল ঠিকানা সঠিকভাবে পূরণ করুন।
•    কনসাল্টেশনের সময় সঠিকভাবে নির্বাচন করুন।
2️⃣ পরিশোধ প্রক্রিয়া:
•    বুকিং নিশ্চিত করতে অনুগ্রহ করে নির্ধারিত ফি পরিশোধ করুন।
•    বিকাশ, নগদ বা অনলাইন পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে সহজেই পরিশোধ করতে পারবেন।
3️⃣ পরামর্শ গ্রহণের আগে প্রস্তুতি:
•    ইন্টারনেট সংযোগ যেন স্থিতিশীল থাকে তা নিশ্চিত করুন।
•    পূর্ববর্তী রিপোর্ট, প্রেসক্রিপশন বা ওষুধের তালিকা হাতের কাছে রাখুন।
•    নির্ধারিত সময়ের ৫-১০ মিনিট আগে অনলাইনে যুক্ত হয়ে প্রস্তুত থাকুন।
4️⃣ কনসাল্টেশন চলাকালে:
•    চিকিৎসকের সঙ্গে আপনার রোগ সম্পর্কে বিস্তারিত বলুন । 
•    চিকিৎসক যে পরামর্শ বা প্রেসক্রিপশন দেবেন, তা মনোযোগ দিয়ে শুনুন এবং সংরক্ষণ করুন।
•    এটি একটি সম্পূর্ণ অনলাইন ভিত্তিক চিকিৎসা পরামর্শ ব্যবস্থা। কোন যান্ত্রিক গোলযোগ, ইন্টারনেট বিভ্রাট কিংবা অন্য কোনও সঙ্গত কারণে অনলাইনে পরামর্শ প্রক্রিয়া ব্যহত হলে সাত কর্মদিবসের মধ্যে রোগী নিজ দায়িত্বে সংশ্লিষ্ট চিকিৎসকের চেম্বারে সিরিয়াল নিয়ে (পরামর্শ-ফি ব্যাতীত) সরাসরি পরামর্শ নিতে পারবেন।

📞 সহযোগিতার প্রয়োজন হলে:

আমাদের হেল্পলাইনে 01892076617 অথবা ইমেইলে যোগাযোগ করুন।

Appointment Form

Gender

ЁЯУЮ ржЕржлрж▓рж╛ржЗржирзЗ ржПржкрзЯрзЗржирзНржЯржорзЗржирзНржЯ ржПрж░ ржЬржирзНржп ржЖржорж╛ржжрзЗрж░ рж╣рзЗрж▓рзНржкрж▓рж╛ржЗржирзЗ 01892076617 ржпрзЛржЧрж╛ржпрзЛржЧ ржХрж░рзБржиред
ржЖржкржирж┐ ржпрзЗ ржХрзЛржирзЛ рж╕ржорж╕рзНржпрж╛ ржмрж╛ ржкрзНрж░рж╢рзНржирзЗрж░ ржЬржирзНржп ржЖржорж╛ржжрзЗрж░ рж╕рж╛ржерзЗ ржпрзЛржЧрж╛ржпрзЛржЧ ржХрж░рждрзЗ ржкрж╛рж░рзЗржиред